বিদ্যালয়টি টাকিয়া কদমা (দক্ষিন) গ্রামে অবস্থিত একটি “এ” গেডভুক্ত বিদ্যালয় এর মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ৩২৯ জন। পড়াশোনার মান মোটামোটি। সমাপনীতে পাশের হার ১০০%।
বিদ্যালয়টি ১৯২০ সালে ডাঃ মোঃ খলিলুর রহমান এর উদ্যোগে তার প্রদত্ত ভূমিতে অন্যান্যদের সহযোগীতায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৭৩ সালে এটি জাতীয় করন করা হয়।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
![]() |
সঞ্জীব কুমার সরকার | +8801686636460 |
পাক প্রাথমিক শ্রেণী- ৩৫, প্রথম শ্রেণী- ৫২, দিত্বীয় শ্রেণী- ৪৭, তৃতীয় শ্রেণী- ৭০, চতুর্থ শ্রেণী- ৬৮, পঞ্চম শেণী- ৫৭ জন।
সভাপতি- জনাব হাজী মোঃ আব্দুল লতিফ মিয়া, মোঃ আব্দুর রশিদ মোল্লা, মোঃ ইবরাহীম মোল্লা, এইচ এম হাফিজুর রহমান, মালেকা বেগম,সাজেদা বেগম, মোঃ আমছের আলী, নুরজাহান বেগম, মোঃ আঃ খালেক মিয়া, মোঃ আবু সাইদ মিয়া, তাহমিনা তাহের।
সমাপনী পরীক্ষায় পাশের হার বিগত পাঁচ বছরে ১০০%।
২০০৯-১০০%, ২০১০- ১০০%,২০১১- ১০০/%, ২০১২- ১০০%, ২০১৩- ১০০%।
২০১৪৩ সালে উপবৃত্তিভোগী ১৪৭ জন। ১ম শ্রেণী - ২১জন, ২য় শ্রেণী- ১৬ জন, ৩য় শ্রেণী- ৩৩ জন, ৪র্থ শ্রেণী-৪১ জন, ৫ম শ্রেীণী- ৩৬ জন।
সমাপনী পরীক্ষায় পাশের হার বিগত পাঁচ বছরে ১০০%।
আগামী দিনগুলোতে শিক্ষক এবং অভিভাবকের সার্বিক প্রচেষ্টায় শিক্ষার্থীদের পড়াশোনার মান উত্তোরোত্তর বৃদ্ধি করা।
৪১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়।
১ম শ্রেণী - নজিফা আক্তার, ২য় ম্রেণী- মোঃ সাইম মিয়া, তয় শ্রেণী- মোঃ রায়হান মিয়া, ৪র্থ শ্রেণী- শিফা আক্তার, ৫ম শ্রেণী- জুঁই আক্তার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস