যোগীরকোপা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি তিন কক্ষ বিশিষ্ট একটি আধাপাকা ভবন। এটি উপজেলা শিক্ষা অফিস হতে ৮ কি: মি: দুরে অবস্থিত। ভবনটি জরাজীর্ন।
পুতিষ্ঠাতা জনাব বাবর আলী মোগলের উদ্যোগে ১৯২০সনে বিদ্যালয়টি প্রতিষ্ঠত হয়। স্থানান্তরিত বর্তমান বিদ্যালয়টির ভূমিদানে জনাব মির্জা আব্দুর রহমান,জনাব মির্জা আব্দুল আজিজ, জনাব মির্জা দেলুয়ার হোসেন ও জনাব মির্জা শামছুল আলম ৩৮ শতাংশ জমির উপর বর্তমান বিদ্যালয় ভবনটি স্থাপিত। ০১/০৭/১৯৭৩খি: সনে জাতীয় করন করা হয়।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|---|---|---|
![]() |
মোঃ নজরুল ইসলাম খান | +8801677157833 |
পাকপ্রাথমিক শ্রেণী ২০ জন, পথম শ্রেণী ২৮ জন,দ্বিতীয় শ্রেণী ১৬জন, তৃতীয় শ্রেণী ২৩ জন, চতুর্থ শ্রেণী ১৫ জন, পঞ্চম শ্রেণী ০৬ জন।
১১ সদস্য বিশিষ্ট কমিটিতে পুরুষ সদস্য০৬ জন এবংমহিলা সদস্য ০৫ জন।
২০০৯-১০০% পাশ
২০১০-১০০% পাশ
২০১১-১০০% পাশ
২০১২-১০০% পাশ
২০১৩-১০০% পাশ
শিশু শ্রেণী বাদে মোট শিক্ষার্থীর ৫০% ৪৪জন। একক পরিবার ৪৪, যৌথ পরিবার নাই, মোট পরিবার ৪৪টি।
ঝরে পড়া রোধ, শতভাগ ভর্তি, সমাপনী পরীক্ষায় ১০০% পাশ, জাতীয় শিমু ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে পুরস্কার অর্জন।
১. বিদ্যালয় গমন উপযোগী শিশু ১০০% ভর্তি নিশ্চিত করা
২. ভর্তিকৃত ছা্ত্রছাত্রীদের ১০০% বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করন।
৩. প্রাথমিক শিক্ষা সমাপনী ও বার্ষিক পরীক্ষায় পাশের হার ১০০% উন্নীত করন।
৪. সর্বোপরি ১০০% শিক্ষার্থীর প্রথম বিভাগে (এ গ্রেডে) পাশ করানোর জন্য প্রযোজনীয় পাঠ দানের চেষ্টা করন।
প্রধান শিক্ষকের মোবাইল নং-০১৬৭৭১৫৭৮৩৩
বিদ্যালয়ের অনেক মেধাবী ছাত্র ছাত্রী উচ্চ পর্যায়ে কর্মরত আছেন। এ ছাড়াও মেধাবী ছাত্র ছাত্রীরা অন্যন্য ভাল স্কুলে ভর্তির সুযোগ হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস