Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে লতিফপুর ইউনিয়ন

ভৌগলিক অবস্থানঃ-

 

লতিফপুর ইউনিয়ন পরিষদটি মির্জাপুর উপজেলা সদর হতে ০৩ (তিন) কি. মি. দূরে গোড়াকী গ্রামে অবস্থিত। লতিফপুর  ইউনিয়নের পশ্চিম দিকে ফতেপুর ইউনিয়ন,দক্ষিণে গোড়াই ইউনিয়ন, পূর্বদিকে আজগানা ইউনিয়ন, উত্তরে তরফপুর ইউনিয়ন। উল্লেখিত ৪টি ইউনিয়নের কিছু অংশ কর্তন করে গঠিত হয়েছে লতিফপুর ইউনিয়ন। লতিফপুর ইউনিয়নের দক্ষিন পাশ দিয়ে প্রবাহিত বংশাই নদী। ১১টি গ্রাম নিয়ে লতিফপুর ইউনিয়ন গঠিত। লতিফপুর ইউনিয়নে মোট ভোটাসংখ্যা ১১,৫১৩জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫,৪৭৩ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৬০৪০ জন।

 

লতিফপুর ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠার তারিখঃ-২০১১ সাল।

প্রথম নির্বাচিত চেয়ারম্যানঃ- জনাব  মোঃ জাকির হোসেন।

প্রথম সভার তারিখ : ১২/০৪/২০১২খ্রি:।

মোট আয়তনঃ- ৫৪৪৭.৩৪ একর।

মোট মৌজার সংখ্যা -৯ (নয়)টি।

মোট গ্রাম : ১০ (দশ)টি।

মোট জনসংখ্যাঃ- ১৭,৫১৬ জন।

পুরুষ : ৮,১৫৩ জন।

নরী : ৯,৩৬৩ জন।

মোট ভোটার সংখ্যা- ১১৫১৩ জন।

পুরুষ ভোটার সংখ্যা : ৫,৪৭৩ জন।

মহিলা ভোটার সংখ্যা : ৬,০৪০ জন।

শিক্ষার হারঃ- ৫৫.১%।

প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ- ০৯(নয়)টি।

মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ- ০১ (এক) টি।

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ- নেই।

কিন্ডার গার্টেন স্কুলঃ- ০১ (এক)টি।

মাদ্রাসার সংখ্যাঃ- ০৩ (তিন) টি।

কমিউনিটি ক্লিনিক : ৪ (চার)টি।

মোট মসজিদ : ৪৫ (পয়তাল্লিশ)টি।

জলাশয়/বিল ১ (এক)টি।

নদ/নদী- ১ (এক)টি।

হাট/বাজার : ১ (এক)টি।

মোট মন্দির : ৫ (পাঁচ)টি।